♫musicjinni

༺✯ আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর ✯༻ -এইস এম ইমরান হাসান-

video thumbnail
السلام علیکم

আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ 🥰



00:00●━━━━━━━━━━━━● 02:59
⇆ㅤㅤㅤㅤ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷




༺আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর༻


আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
চারদিকে নবরূপে করে ধরা ঝলমল,
সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল,
কেটে গেছে কুৎসিত, নিশিতের অতি প্রহর,
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন উৎসব?
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়,
পুরাতের জলরাশি কূলে কূলে উছলায়,
পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর?
অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান?
করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর? 
মারহাবা মারহাবা সৃজনের আহমত,
এসেছেন অবনীতে নূরনবী হযরত,
আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর,
সেই আলোয় অবগাহী পৃথিবীটা সুন্দর।
এসে কোন রূপকার সাজালো এ চরাচর।
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর?
এসে কোন রূপকার সাজালো এ চরাচর।

#HMtv16


#HM IMRAN HASAN
#Hm Imran Hasan
#hm imran hasan

#এইস এম ইমরান হাসান
Disclaimer DMCA