♫musicjinni

Se Je Keno Elona | সে যে কেন এলো না 2.0 | Sabina Yasmin | Duet Cover Mahmud Vaiya & Sadiya

video thumbnail
Hello all!!
My New Duet Cover Song
#SabinaYeasmin #Shejekenoelona
Original Song Credit:
Song: Se Je Kano Elona
Cast: Moushumi
Singer: Sabina Yasmin
Lyricist: Gazi Mazharul Anwar
Music: Anwar Parvez
Movie: Rongin Rangbaz
Director: Uttam Akash
Producer: Maloti Dey
Production: Uttam Chitrakotha
Label: Anupam

Lyric:
সে যে কেন এলোনা ।।

কি করে বোঝাই
তোকে মনে মনে চাই
হয়েছি তোর দিওয়ানা
তোকে প্রথম দেখে হায় ।।

তোমায় যতই বলি
তুমি তাও বুঝোনা
তাই দূর থেকে আমি
শুধু ভালোবেসে যাই

সে যে কেন এলোনা।।
কিছু ভালো লাগেনা
এবার আসুক তারে আমি মজা দেখাবো ।।

যদি ফুল গুলো হায়
অভিমানে ঝরে যায়
আমি মালা গেঁথে বলো কারে পড়াবো।।


কি করে বোঝাই
তোকে আরো কাছে চাই
হয়েছে মন আওয়ারা
তোকে ভালোবেসে হায় ।।

মুখে যতই বলি
আমি তোর হবো না
তবু একদিন দেখা না হলে, ভেবে মরে যাই

সে যে কেন এলোনা ।।
কিছু ভালো লাগেনা
এবার আসুক তারে আমি মজা দেখাবো।।

যদি ফুল গুলো হায়
অভিমানে ঝরে যায়
আমি মালা গেঁথে বলো কারে পড়াবো।।

সে যে কেন এলোনা
কিছু ভালো লাগেনা
এবার আসুক তারে আমি মজা দেখাবো।।

যদি ফুল গুলো হায়
অভিমানে ঝরে যায়
আমি মালা গেঁথে বলো কারে পড়াবো।।

Se Je Keno Elona | সে যে কেন এলো না 2.0 | Sabina Yasmin | Duet Cover Mahmud Vaiya & Sadiya

Disclaimer DMCA