♫musicjinni

মায়ের সুরে গাইলেন মেয়ে । Runa Laila । Bijoy TV

video thumbnail
#রুনালায়লা #RunaLaila
বাংলা সংগীতের অহংকার তথা উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। ৫ দশকের বেশি সময় ধরে ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান করেছেন এই গুণী তারকা সংগীতশিল্পী। গান দিয়ে বিশ্ব জুড়ে অসংখ্য শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
নন্দিত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লার সুরে এবার গান করলেন তারই কন্যা সংগীতশিল্পী তানি লায়লা। গানের শিরোনাম ‘কেন হয়ে গেছি পর’। গানটি লিখেছিলেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন রাজা কাশেফ।
চন্দন রায় চৌধুরীর নির্মাণে ভিডিও চিত্রে মডেল হয়েছেন সাদাফ ও অনন্যা প্রিয়ন্তি। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘মা হিসেবে নয়, একজন শিল্পী ও সুরকার হিসেবে বলতে চাই, তানি খুব ভালো গেয়েছে। মেয়ের জন্য সুর করেছি, এটা আমার জন্য অন্য রকম অনুভূতি। তানির কণ্ঠের সঙ্গে যায়, এমন সুরই করেছিলাম আমি।
ছোটবেলা থেকে গান করেন তানি। বিয়ের পর স্বামী আর সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গানে তেমন সময় দেওয়া হয়নি। তবে সম্প্রতি আবারও গানে নিয়মিত হয়েছেন রুনা কন্যা।
ধ্রুব মিউজিক স্টেশনে এর আগে রুনা লায়লার সুরে মৌলিক গান গেয়েছিলেন আঁখি আলমগীর, লুইপা, হৈমন্তী ও রুনা লায়লা নিজে।

copyright © A BIJOY TV Production-2023

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial

মায়ের সুরে গাইলেন মেয়ে । Runa Laila । Bijoy TV

Disclaimer DMCA