♫musicjinni

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা Shadhenota chaine ame Gojol আইন উদ্দিন আল আজাদ

video thumbnail
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা ||Shadhenota chaine ame Gojol||আইন উদ্দিন আল আজাদ||Holy Tune Club||

আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। আপনি যা শিখেছেন তা অল্প হলেও অন্যের কাছে পৌঁছে দিন। একটি আয়াত, একটি হাদিস, একটি মাসআলা, একটি বিধান এবং একটি সতর্কবার্তা হলেও পৌঁছে দিন। ইসলামের সাহায্যের অন্যতম মাধ্যম হলো অন্যের কাছে হাদিসের বাণী পৌঁছে দেয়া। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায় l


স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা

স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা । ৩

যাহা পেয়েছি তাহা চাইনি আমি

চেয়েছি যাহা পাইনি । ২

তাইতো আমি বিদ্রোহী আর

কথাগুলো বে-আইনী। ( আবার)

আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম,

স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। ২

এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায়না ভাত

সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ২



ঐ কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি। ২

তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। (আবার)

আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তাভাত আর মোয়া

স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহড়া দেয়া। ২

এদিকে শহীদ মা-জননী ব্যথায় কাতর বুকে,

জীর্ণশীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। ২



ঐ শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চাইনি, ২

তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। ২

আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশচুম্বী বাড়ী

স্বাধীনতা মানে শূল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ২

ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী

মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ২



ঐ ক্ষুধিত শিশুর হাহাকার কভু শুনিতে আমি চাইনি, ২

তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। (আবার)

আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর

স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর। ২

মায়ের জাতি অপমান আজি রাস্তায় পথে ঘাটে,

ইজ্জত আব্রু ঢাকার লাগি বস্ত্রও নাহি জোটে। ২

ঐ মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি, ২

তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। (আবার)

আজ স্বাধীনতা মানে লিখনীর নামে ধর্মকে দেয় গালি,

শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি। ২

ইচ্ছেমত আবোলতাবোল বকিছে ধর্মদ্রোহী

যাহা ইচ্ছা বলবে তাহা স্বাধীনতা এতো নহি। ২

স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি, ২

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বে-আইনী। (আবার)


16 December Islamic song, 16 December new gojol, Ayen Uddin Al-Azad gojol, Holy tune club, Noton gozol, aien Uddin Al-Azad, new Islamic Gojol 2022, viral Islamic song 2022, নতুন গজল ২০২২, প্রতিবাদী গজল আইন উদ্দিন আল আজাদ, ভাইরাল গজল ২০২২, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা Shadhenota chaine ame Gojol আইন উদ্দিন আল আজাদ, স্বাধীনতা নিয়ে প্রতিবাদী গজল, ১৬ ডিসেম্বর স্বাধীনতা গজল

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা Shadhenota chaine ame Gojol আইন উদ্দিন আল আজাদ

Disclaimer DMCA